জানা গেছে ঠাকুর পরিবার বা ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের জন্য ঠাকুরগাঁও নাম আসে। ১৮০০ সালে ঠাকুরগাঁও থানা স্থাপিত হয় এবং ১৮৬০ সালে বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানিশংকৈল হরিপুর ও আটোয়ারী নিয়ে সাব ডিভিশন ঠাকুরগাঁও এর যাত্রা। পরবর্তীতে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চগড় বোদা দেবিগঞ্জ তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ তেঁতুলিয়া এই চারটি থানা ঠাকুরগাঁও সাব-ডিভিশনের এর সাথে যুক্ত হয়।
১৯৮৪ সালে এক ফেব্রুয়ারি জেলা হিসেবে যাত্রা শুরু করে। ঠাকুরগাঁও_জেলা রংপুর বিভাগে অন্তর্গত। এই জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই জেলার পূর্বে পঞ্চগড়, দক্ষিণে দিনাজপুর, উত্তরে ও পশ্চিমে রয়েছে ভারতের সীমানা। সীমানার ওই পারে ভারতের পশ্চিমবঙ্গ। ভৌগোলিক ও অর্থনৈতিক ভাবে এই জেলা অনেক শক্তিশালী।
অবস্থান: এই জেলা ২৫.৪০° হতে ২৬.১০° উত্তর অক্ষাংশের এবং ৮৮.৩৬° হতে ৮৮.৩৬° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। যা সমুদ্র পৃষ্ট হতে ৫২ মিটার উচ্চতায়। ভারতের সাথে জেলার সীমান্ত ৮৫ কি.মি। এ জেলার জলবায়ু নাতিশীতোষ্ণ, বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৫০° সে. এবং সর্বনিম্ন ১০.৫০° সে.। গড় বৃষ্টিপাত ২৫৩৬ মি.মি।
✅ঠাকুরগাঁও জেলায় আয়তন ও জনসংখ্যা:
-( জনশুমারি ও গৃহগণনা ২০২২)
👪জনগোষ্ঠী :
হিন্দু ধর্মের ২২.১১%
খ্রিষ্টান ধর্মের. ৬৩%
বৌদ্ধ ধর্মের ০.০১%
এবং
অন্যান্য ০.০১%
ঠাকুরগাঁও জেলার মৌজার সংখ্যা ৬৪৭ টি। ইউনিয়ন সংখ্যা -৫৪ টি। পৌরসভা সংখ্যা - ৩ টি। উপজেলা সংখ্যা - ৫ টি।
ঠাকুরগাঁও সদর,
বালিয়াডাঙ্গি,
পীরগঞ্জ,
রানিশংকৈল,
হরিপুর।
-( জনশুমারি ও গৃহগণনা ২০২২)
🌊নদ-নদী:
ঢেপা, ভুল্লী, টাঙ্গন, নাগর, সেনুয়া, কুলিক, শুক, তীরনই।
🍀দর্শনীয় স্থান ও পুরাকৃতি:
রানীশংকৈল জমিদার বাড়ি, হরিপর জমিদারবাড়ি, রামরাই দিঘি, নাথ মন্দির, জামালপুর জামে মসজিদ, প্রাচীন রাজভিটা, জগদল রাজবাড়ী, প্রাচীন জনপদ নেকমরদ, মহালবাড়ি মসজিদ, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া, বনগাঁও শাহী মসজিদ, ফতেহপুর মসজিদ, মেদনী সাগর জামে মসজিদ, খোলাহাট মন্দির, টাঙ্গন ব্যারেজ, রাজা টঙ্গনাথের রাজবাড়ি, বালিয়াডাঙ্গি সূর্যপুরি আমগাছ ইত্যাদি।
🌾 কৃষি ও অর্থনীতি:
মূল অর্থনৈতিক উৎস: কৃষিকাজ।
কৃষক পরিবার সংখ্যা - ৩,৩৪,৩৭০, মোট আবাদী জমির পরিমান ১,১৫,৬৯৩ হে:, ফল বাগান- ৪,৪৮০৬ হে: এক ফসলী জমি ২৮৮০ হেক্টর, দো ফসলী জমি- ৬২,১৯০ হেক্টর, তিন ফসলী জমি- ৮২,৩৭৩ হেক্টর, তিনের অধিক- ৪২৫০ হেক্টর। উচু জমি- ৯০৪০৮ হেক্টর। মাঝারি উচু- ৪৭২৩২ হে:
প্রধান ফসল: ধান, গম, ভুট্টা, আখ, আলু, সরিষা। ঠাকুরগাঁওয়ের আলু ও আখ সারা দেশে বিখ্যাত। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ এবং রপ্তানি হয়।ঠাকুরগাঁও চিনিকল এক সময়ের গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান।
🌲বন:
থুমনিয়া শালবাগান, আয়তন- ৫০৩.৬২ একর, শাগুনি শালবাগান, আয়তন- ১৫২.৩২ একর।
Post a Comment